Wednesday, August 20, 2014

Income Learning Methods

ফ্রিল্যান্স এন্ড
আউটসোসিং (ঘরে বসে অনলাইনে টাকা আয়)
অনেকে কম্পিউটারের
অনেক ধরনের কাজ জানে, কাজ করতে পারেন। যেমনঃ ডাটা এন্ট্রি, এক্সেলের ফর্মুলা, গ্রাফিক্স
ডিজাইন, পাওয়ার পয়েন্ট এনিমেশন, ফ্লাস এনিমেশন, ওয়েব ডিজাইন কিংবা প্রোগ্রামিং
ভালো জানেন। কিন্তু কাজ খুজে পায়না। কাজের অভাবে ভাল জানা সত্তেও বেকার থাকতে হয়। কাজের
জন্য ঘুরে ঘুরে অনেক টাকা খরচ করে,অনেক সময় ব্যয় করে হতাশ হয়। অতচ অনলাইনে বিশাল
কাজের ক্ষেত্র আছে যেখান থেকে আপনার দক্ষতা অনুযায়ী কাজ খুজে নিতে পারেন। আয় করতে
পারে হাজার বা লক্ষ টাকা। তাই অনলাইনে কাজ খুজে নেওয়ার জন্য আপনাকে জানতে হবে
কোথায় কাজ পাওয়া যায়,কিভাবে কাজ পাওয়া যায়। এই কাজ খুজে বের করাই ফ্রিল্যান্স এন্ড
আউটসোসিং। এখন জেনে নেই ফ্রিল্যান্স এন্ড আউটসোসিং বিষয়ে বিস্তারিত। 
Income Learning Methods

No comments:

Post a Comment