যারা বাংলায় ব্লজ্ঞিন করেন তাদের সবারই দুই একটা ব্লগ আছে। তাদের নতুন করে ব্লগস্পট বা ব্লগার.কম বা ওয়ার্ডপ্রেস এঁর সাথে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আমরা জানি এইসব ব্লগ থেকে ভালো আয় করা সম্ভব। অনেকেই করছেন , কিন্তু আপনি পারছেন না। কেন পারছেন না ? সেটা আমাকে বলে দিতে হবে না। আপনি নিজেই ভালো জানেন। আশাকরি নিচের পয়েন্ট গুলোর সাথে একমত হবেন।
No comments:
Post a Comment